চট্টগ্রামের অতিরিক্ত জেলা দায়রা জজ সিরাজদৌল্লাহ কুতুবীর পিতা আলহাজ্ব উকিল আহমদ (৮০)’র নামাজে জানাজা গতকাল বুধবার সাকাল ১০টায় তার গ্রামের বাড়ী কুতুবদিয়ার কৈয়ারবিলস্থ কৈলস্যা ঘোনা এলাকায় সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন জজ সিরাজ দৌল্লাহ কুতুবী। উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মুসল্লীগ প্রবীণ এ ব্যক্তির নামাজে জানাজায় অংশগ্রহণ করেন। আগামী ২৬ আগষ্ট শনিবার গ্রামের বাড়ীতে কুলখানী অনুষ্টিত হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য তিনি গত ২২ আগষ্ট সকাল পৌনে ১১টায় চট্টগ্রাম নগরীর একটি ক্লিনিকে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন।