প্রেস বিজ্ঞপ্তি
দ্বীপ এলাকা কুতুবদিয়ার চর্তুপাশে টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আগামী ১৫ জুলাই’১৭ তারিখ শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে কুতুবদিয়া সমিতি চট্টগ্রাম এর উদ্দ্যোগে অনুষ্ঠিতব্য মানববন্ধন সফল করতে এক প্রস্তুতি সভা চকবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সম্পন্ন হয়েছে। সমিতির উপদেষ্টা জনাব শফিউল আলম কুতুবীর সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব আকবর খানঁ, সদস্য শাহনেওয়াজ চৌধুরী , মাহাফুজুল করিম আজাদ, কাইমুল ইসলাম কুতুবী প্রমুখ। সভায় দল মত নির্বিশেষে মানববন্ধনে সকলকে অংশগ্রহন করার জন্য কুতুবদিয়া সমিতি চট্টগ্রাম এর পক্ষ থেকে আহ্বান জানানো হয়।